Header Ads Widget

কোটা সংস্কার আন্দোলনকারীদের সরকার 'প্রতিপক্ষ' বানিয়েছে কেন?

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে অনেকটা আকস্মিকভাবে। কোটা বিরোধীদের অবরোধের কারণে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলো কার্যত অচল হয়ে পড়ে।


সংঘাতে দেশের বিভিন্ন জায়গায় অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কোনো আন্দোলনকে কেন্দ্র করে একদিনে এতো জনের মৃত্যু ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়নি।


২০১৮ সালের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পর থেকে গত প্রায় ছয় বছরে এতো বড় আকারের বিক্ষোভের মুখোমুখি সরকার আর হয়নি।


সরকার বিচলিত?

এই আন্দোলন সরকারকে ‘বিচলিত’ করেছে তাতে কোনো সন্দেহ নেই। পরিস্থিতি সামাল দিতে সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

ক্ষমতাসীনরা আন্দোলনকারীদের ‘প্রতিপক্ষ’ বানিয়েছিল।



২০২৪ সালের কোটা বিরোধী আন্দোলনও এর ব্যতিক্রম হয়নি। গত প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করলেও সরকারের দিক থেকে কঠোর মনোভাব দেখা যায়নি।

আন্দোলনকারীরা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক মহাসড়ক অবরোধ করলেও পুলিশ তাতে বাধা দেয়নি।

পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর থেকে ফিরে গণভবনে সংবাদ সম্মেলনের পর থেকে।

কোটা বিরোধী এই আন্দোলনকে সরকার যে পছন্দ করছে না সেটি পরিষ্কার হয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়। এরপর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র-সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তৎপর হতে শুরু করে।


আরো পড়ুন👇

উত্তাল ঢাকা সহ সারাদেশ 

ঢাবিতে ছাত্রলীগ ও আন্দোলনকারী মুখোমুখি সংঘর্ষ 

সারাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবস্থা বন্ধ রাখার মুল কারন


Post a Comment

0 Comments